আমাদের সম্পর্কে

যুব বিল্ডআপ কমিউনিটি (YBC)

YBC (Youth Buildup Community) একটি ইয়ুথ অর্গানাইজেশন, যার মূল লক্ষ্য—বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের প্রতিটি তরুণকে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের সম্ভাবনাকে বাস্তবতায় রূপ দেওয়ার সুযোগ করে দেওয়া।

আমরা বিশ্বাস করি, স্কিলড ইউথরাই গড়বে আগামীর বাংলাদেশ। আমাদের স্বপ্ন—কেউ পিছিয়ে থাকবে না, প্রত্যেকটি তরুণ-তরুণীর স্বপ্নেই রঙিন হবে আমাদের প্রিয় দেশ।

আমরা কাজ করছি এমন একটি সমাজ গড়ার জন্য, যেখানে প্রতিটি তরুণ-তরুণী নিজের দক্ষতা, ভাবনা আর মেধাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে। YBC এক ঝাঁক স্বপ্নবাজ তরুণ তরুণীর প্ল্যাটফর্ম, যারা একসাথে এগিয়ে যাচ্ছে।

কমিউনিটি
নেটওয়ার্কিং
লিডারশিপ
ইম্প্যাক্ট
Youth Group

YBC-এর ফোকাস

আমরা এমন এক future বানাতে চাই যেখানে...

Every youth is skilled

প্রতিটি তরুণ-তরুণী দক্ষতা অর্জন করবে এবং নিজের সম্ভাবনাকে কাজে লাগাবে

Every youth is capable of creating impact

প্রতিটি তরুণ-তরুণী সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে

Every youth is connected to opportunities

প্রতিটি তরুণ-তরুণী তাদের জন্য উপলব্ধ সুযোগগুলোর সাথে যুক্ত হবে

YBC-এর মূল মূল্যবোধ

Growth Mindset

আমরা বিশ্বাস করি শেখার কোনো শেষ নেই। প্রতিটি ভুল, প্রতিটি চ্যালেঞ্জ — শেখার সুযোগ। নিজেকে প্রতিনিয়ত উন্নত করার মানসিকতা আমাদের কাজের ভিত্তি।

Mutual Respect & Non-Judgmental Environment

আমরা সকলের মতামত, ব্যাকগ্রাউন্ড এবং পরিচয়কে সম্মান করি। এখানে কেউ কাউকে ছোট করে না। সবাইকে শোনা হয়, সবাই গুরুত্ব পায়।

Initiative & Responsibility

নিজের জায়গা থেকে দায়িত্ব নেওয়া এবং নতুন কিছু শুরু করার সাহসই নেতৃত্বের প্রথম ধাপ। আমরা তরুণদের নিজের উদ্যোগে কিছু করার জন্য উৎসাহ দিই।

Purpose over Popularity

আমরা ট্রেন্ড বা লাইক-এর পেছনে ছুটি না। আমাদের প্রতিটি কাজ driven by a bigger purpose — সমাজে পরিবর্তন আনা।

Curiosity & Critical Thinking

আমরা 'কেন' প্রশ্ন করি। চোখ বন্ধ করে ফলো না করে, ভাবি, বিশ্লেষণ করি এবং গভীরভাবে বুঝতে চেষ্টা করি।

Collaboration over Competition

আমরা বিশ্বাস করি—একা নয়, একসাথে এগিয়ে যাওয়াতেই প্রকৃত শক্তি। Healthy collaboration আমাদের সবচেয়ে বড় শক্তি।

আমাদের যাত্রা

শুরুর গল্প

YBC–Youth Buildup Community–এর পথচলা শুরু হয়েছে জানুয়ারি ২০২৪-এ, একদল স্বপ্নবাজ তরুণের হাত ধরে।

২০২৪

Short-Term Growth Phase

আমাদের বড় লক্ষ্য অনেক বিস্তৃত, তবে সেই লক্ষ্যে পৌঁছাতে হলে দরকার একটা শক্ত ভিত। তাই আমরা ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত সময়টাকে ধরছি আমাদের Short-Term Growth Phase হিসেবে।

২০২৪-২০২৬

Expansion Phase

২০২৬ এর শেষের দিকে আমরা আমাদের ওয়ার্কিং প্লান, এক্সপ্যানশন প্লান, রোড ম্যাপ ফাইনালাইজ করে ২০২৭ এর শুরু থেকে আমাদের মূল উদ্দেশ্য ও স্বপ্নের দিকে আগাবো এবং রুট লেভেল অবদি পৌছানোর চেষ্টা করবো।

২০২৭

আমাদের টিম

Core Management Circle (CMC)

Team Member

Musfiq Talukder Niloy

Strategy & Vision Lead

Team Member

Md Rafiul Hasan Ratul

Head Of FIeld Operations

Team Member

Md Merabbi Hasan Siam

Operations & Projects Lead

Team Member

Md Ishrak Hasan Refath

Finance & Sundraising Lead

Team Member

Fuad Al Firoj

Technology & Digital Lead

Team Member

Tahmida Sanjim

Creative & Culture Lead

Team Member

Saria Tasnin Farzana

Admin & Support Lead

Team Member

Rafi Ahmmed Sadik

Membership & Engagement Lead

আমাদের সাথে যুক্ত হোন

YBC-তে যোগ দিন এবং আপনার সম্ভাবনাকে বিকশিত করুন

বৃহৎ কমিউনিটি
নতুন সুযোগ
সেলফ গ্রোথ
যোগ দিন